Char Development and Settlement Project (CDSP)

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী।

প্রকল্প : চর উন্নয়ন ও বসতিস্থাপন প্রকল্প—ব্রিজিং(অতিরিক্ত অর্থায়ন)

 

চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প নোয়াখালী জেলার চর উন্নয়নে ১৯৯২সাল থেকে অদ্যবদি কাজ করে আসছে।  সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ১৯৯৪ সাল থেকেই পার্টনার হিসাবে কাজ করে আসছে। সংস্থা সিডিএসপি—১,২,৩,৪ প্রকল্প অত্যন্ত সফলতা ও সন্তোষজনকভাবে সমাপ্ত করেছে। চর উন্নয়ন ও বসতিস্থাপন স্থাপন প্রকল্প—ব্রিজিং এর কার্যক্রম ১ জুলাই ২০২২ খ্রি. থেকে শুরু হয়েছে।  প্রকল্প এলাকার জনসাধারনের জীবনমান উন্নয়নে সংস্থার সমিতি বাজার শাখা, বাংলাবাজার শাখা, চর এলাহী বাজার শাখা, গাংচিল(আশার বাজার) শাখা, ভাটিরটেক(ধানসিড়ি) শাখা,  আকতারমিয়ার হাট(মোহাম্মদপুর) শাখা, সেলিম বাজার শাখা, দরবেশ বাজার (পূর্বচরবাটা)  মোট ৮টি শাখার আওতাধীন কর্মএলাকায় প্রকল্পের পরিকল্পনানুযায়ী  কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

প্রকল্পের মেয়াদকালঃ  ১ জুলাই — ২০২২ থেকে ৩০জুন — ২০২৪ পর্যন্ত ।

 

প্রকল্পের উদ্দেশ্যঃ

প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো উপকুলীয় অঞ্চলে জেগে উঠা নতুন চরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা ও  ক্ষুধা হ্রাস করা এবং আরো উন্নত ও নিরাপদ জীবন জীবিকার মান উন্নয়ন করা। এছাড়াও উদ্দেশ্য হলো — প্রকল্প এলাকায় বসতি স্থাপনকারীদের নিরাপদ ও উন্নত জীবন জীবিকারমান উন্নয়ন করা ।

 

প্রকল্প কর্মএলাকা ও উপকারভোগী তথ্যঃ

সিডিএসপি—বি(এএফ) প্রকল্পে নোয়াখালী জেলার অন্তর্গত সুবর্ণচর, কোম্পানীগঞ্চ, কবিরহাট ও হাতিয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার সন্দিপ উপজেলাসহ মোট ৫টি উপজেলায় কার্যক্রম রয়েছে। পাঁচ টি উপজেলার ৮টি চরের মোট ২৬৮৭৮ টি পরিবার সংস্থার উপকারভোগী পরিবার হিসেবে তালিকাভূক্ত হয়। সংস্থার উপকারভোগী পরিবারের বর্তমান জনসংখ্যা প্রায়  ১৫০৫১৭ জন। উপকারভোগীদের  মধ্যে অধিকাংশই নদীভাঙ্গা হতদরিদ্র ও দরিদ্র পরিবার ।  অধিকাংশ পরিবার কৃষি, মৎস্য জীবি ও দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে।

 

প্রকল্পের সুনির্দিষ্ট কার্যক্রম সমূহ:

  • ওয়াটার এন্ড স্যানিটেশন    
  • প্রাণি সম্পদ কর্মসূচি
  • আইন ও মানবাধিকার      
  • মৎস্য কর্মসূচি
  • বসতভিটায় সব্জি চাষ ও ভ্যালুচেইন উন্নয়ন

 

অবহিতকরণ সভাঃ প্রকল্পের শুরুতে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ৩টি অবহিতকরণ সভা করা হয়। অবহিতকরণ সভায় প্রকল্পের সকল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সুবর্ণচর উপজেলায় ২ টি এবং কোম্পানিগঞ্জ উপজেলায় ১টি  অবহিত করণ সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় নোয়াখালী জেলার মাননিয় জেলা প্রশাসক মহোদয় জনাব দেওয়ান মাহবুবুর রহমান, সুবর্ণচর উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব আনম খায়রুল আনম চৌধুরী সেলিম, সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব চৈতী সর্ববিদ্যা, কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেছবাউল আলম ভূইয়া, সিডিএসপি প্রকল্পের ডেপুটি টিম লিডার(উন্নয়ন) জনাব মোঃ বজলুল করিম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম, এলজিইডির এগ্রিকালচার অফিসার জনাব রবিউল ইসলামসহ সংস্থা বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিডিএসপি টিএ টিমের কর্মকর্তা, উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, প্রকল্প এলাকার বিভিন্ন শ্রেণির ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।  

 

 

                   অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী জেলা।

 

               

অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা চেয়ারম্যান, সুবর্ণচর উপজেলা।

 

 

অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব মোঃ বজলুল করিম, জেপুটি টিম লিডার(উন্নয়ন), সিডিএসপি—বি(এএফ)।

 

 

অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব মোঃ মেসবাউল আলম ভূঁইয়া,  উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ উপজেলা।

 

   

অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

 

 

অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন জনাব মোঃ হান্নান মোল্যা, সমন্বয়কারী, এনজিও—১, সিডিএসপি—বি(এএফ), সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

 

ওয়াটার এন্ড স্যানিটেশন:

প্রকল্প কার্যক্রম সময়ে চরাঞ্চলের এলাকা বিস্তৃতি অনুযায়ী খুবই সীমিত নিরাপদ পানির উৎস ও উৎসের দূরত্ব বেশি হওয়ার কারণে তারা পুকুর অথবা নদীর পানি পান করত। চরে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের সুযোগ সুবিধা না থাকার দরুন  অস্বাস্থ্যকর পরিবেশে মল ত্যাগ করতো। ফলে তাঁরা বিশেষ করে শিশুরাই প্রায়শই ডায়রিয়া, আমাশয়, জন্ডিজ সহ নানা রকম রোগব্যাধিতে  আক্রান্ত হত। প্রকল্পের শুরু থেকে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ কল্পে গভীর নলকূপ ও অন্যান্য নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত প্রকল্পের নিয়ম অনুযায়ী ডিপিএইচই এর মাধ্যমে ৮৫৭ টি গভীর নলকূপ ও ৭০০টি স্যানিটারি লেট্রিন স্থাপন করা হয়েছে। উপকারভোগীগণ পরিবারের সকল কাজে বর্তমানে টিউবওয়েলের নিরাপদ পানি ব্যবহার করছে। সমিতির সভায় লেট্রিন স্থাপন ও স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার সম্পর্কে লেট্রিন প্রাপ্ত উপকারভোগী সদস্যদের সচেতন করা হয়েছে। উপকারভোগী পরিবারের সকল সদস্য সচেতনভাবে স্বাস্থ্য সম্মত উপায়ে পায়খানা ব্যবহার করছে।  এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ফলে এলাকার জনগণের হাইজিন পরিস্থিতির দ্রুত উন্নয়ন হচ্ছে।

 

 

গভীর নলকূপ থেকে উপকাভোগী পানি সংগ্রহ করছে। 

 

 

সদস্যদের মাঝে হাইজিন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 

সিটিএফ ট্রেনিং এর প্রাকট্রিক্যাল সেশন।

 

 

প্রকল্পের গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। 

 

 

লেট্রিনের রিংস্লাভ তৈরী করা হচ্ছে।

 

 

সিটিএফ ট্রেনিং এর টুলবক্স বিতরণ করা হচ্ছে।

                                        

আইন ও মানবাধিকার কার্যক্রম :

সিডিএসপি প্রকল্পের চরাঞ্চলের জনগণের মাঝে আইন ও মানবাধিকার বিষয়ক শিক্ষা ও সচেতনতার হার খুবই কম বিধায় এ পরিস্থিতি উন্নয়নে ৪ জন আইন ও মানবাধিকার কমীর্ এবং ২০ জন  আইন ও মানবাধিকার প্রমোটর কাজ করছেন। বর্তমানে প্রকল্প এলাকায় ২০ জন আইন ও মানবাধিকার প্রমোটর দ্বারা মাইক্রোফিন্যান্স সমিতে নারীদের মাঝে ৫ টি জাতীয় মৌলিক আইন শিক্ষা (ভূমি আইন, মুসলিম পারিবারিক আইন. মুসলিম উত্তরাধিকার আইন, হিন্দু পারিবারিক আইন ও হিন্দু উত্তরাধিকার আইন) বিষয়ক কার্যক্রমের ৬ দিন মেয়াদী ক্লাস চলছে। এই কার্যক্রমে নারীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছর ২০ জন আইন ও মানবাধিকার প্রমোটর  মোট ৩০৫ টি ক্রেডিট গ্রুপে ৬ দিন ব্যাপি মোট ৮৪৭৩ জন সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। আইন ক্লাস পরিচালনার ফলে, ভূমি আইন, মুসলিম পারিবারিক. মুসলিম উত্তরাধিকার, হিন্দু পারিবারিক ও হিন্দু উত্তরাধিকার সম্পর্কে সমিতির সদস্যগণ সম্যক ধারনা লাভ ও সচেতন হয়েছে।

 

আইন ও মানবাধিকার প্রমোটর:  আইন ও মানবাধিকার প্রমোটরগণ ক্রেডিট গ্রুপে ৬ দিন প্রশিক্ষণ প্রদানের পর ৯ সদস্য বিশিষ্ট আইন বাস্তবায়ন কমিটি নামে একটি কমিটি গটন করে। উক্ত কমিটি  প্রতি মাসে একটি মিটিং করে যেখানে এলাকার আইন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যেমন বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, বহু বিবাহ, যৌতুক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন গ্রুপে মোট ১৮৫৮টি আইন বাস্তবায়ন কমিটির মিটিং হয়েছে।

 

 

আইন ও মানবাধীকার বিষয়ে ৬ দিনের ক্লাস পরিদর্শন করছেন জনাব মোঃ হান্নান মোল্যাহ (প্রকল্প সমন্বয়কারী) ও জনাব মোঃ জুলফিকার আলী (সমন্বয়কারী-প্রোগ্রাম)। 

   

 

আইন বাস্তবায়ন কমিটির মিটিং।

 

 

আর্ন্তজাতিক নারী দিবসের র‌্যালী।

 

 

আইন ও মানবাধিকার বিষয়ে প্রোমোটারদের প্রশিক্ষণে বস্তব্য রাখছেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত আছেন জনাব মোঃ মোতাহের হোসেন, এনএসএস ও মোঃ আবুল বাসার, এনএসএস, সিডিএসপি—বি(এএফ)।

 

 

এলিট ওয়ার্কসোপে বস্তব্য রাখছেন জনাব মোঃ হান্নান মোল্যা, সমন্বয়কারী, এনজিও—১, উপস্থিত আছেন জনাব মোঃ মোতাহের হোসেন, এনএসএস ও মোঃ আবুল বাসার, এনএসএস, সিডিএসপি—বি(এএফ)।

 

 

মিশোন ভিজিটের সদস্যগণ ৬দিন ব্যাপি আইন ও মানবাধিকার প্রশিক্ষণ এর একটি সেশন পরিদর্শন করেন।

   

বসতভিটায় সব্জি চাষ ও ভ্যালুচেইন উন্নয়ন কার্যক্রম:

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সমিতিতে ৪ জন ডিপ্লোমা ইন এগ্রিকালচার স্টাফের মাধ্যমে  উপকারভোগী কৃষকদের মাঝে আধুনিক ও সর্জন চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের বীজ চিহৃিতকরন, নার্সারী, ফসলী জমিতে উচ্চ মূল্যের সব্জী ও বসত বাড়ীর আঙ্গিনায় সব্জী চাষসহ বিভিন্ন  বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের পর সদস্যরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ ব্যবহার করে তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করছে। এর পাশাপাশি রাসায়ানিক সারের পরিবর্তে ভার্মি কম্পোষ্ট/কেঁচো সার ব্যবহার করছে, ফলে মাটির গুনাগুণ বৃদ্ধি পাচ্ছে এবং খরচ ও কম হচ্ছে। এছাড়াও কিটনাশষক ব্যবহার কমিয়ে নিজেটের বানানো পেষ্টিসাইড ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছে। এপর্যন্ত মোট ৫৭০ জন কৃষক/কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি ৫৭০ জনকে উপকরণ হিসেবে উন্নতমানের বীজ, ভার্মি কম্পেষ্ট রিং ও কেঁচো প্রদান করা হয়েছে। ভার্মী কম্পোষ্ট এর মাধ্যমে সদস্যরা কেঁচো সার উৎপাদন করে নিজেদের জমিতে ব্যবহার করছে। উপকারভোগী পরিবারে  আধুনিক প্রক্রিয়ায় বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষাবাদ করছে, যা ঐ পরিবার গুলির পুষ্টির চাহিদা মিটিয়ে আর্থিক স্বচ্ছলতা আনয়ন করছে। 

কর্মএলাকায় ২ টি সর্জন পদ্ধতি ও ১০ টি ফলের প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীগুলোতে চিয়াং মাই, বারি—৪ আম ও বল সুন্দরী কুলের চারা রোপন করা হয়েছে। প্রকল্প এলাকায় এই জাতগুলি পরিচিত করার উদ্দে্যশ্যে প্রদর্শনী করা হয়েছে।

 

 

সর্জন চাষীগণ তাদের মাঠ থেকে শশা সংগ্রহ করছে।

 

 

সর্জন পদ্ধতিতে সব্জি চাষ।

 

 

সর্জন ডেমো প্রদর্শণী।

 

 

প্রশিক্ষণপ্রাপ্ত চাষী বর্ষাকালীন বেবি তরমুজ চাষ করছেন।

 

 

শাখা পর্যায়ে ভ্যালু চেইন বিষয়ে ১ দিনের কর্মশালা।

 

 

প্রশিক্ষণের পর সদস্যদের মাঝে সবজীর বীজ বিতরণ করা হয়।

 

 

বসতবাড়ির আঙিনায় উচ্চমূল্যের সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, উপস্থিত আছেন জনাব মোঃ লিয়াকত আলী, এনএসএস, সিডিএসপি।

 

 

cÖvwY m¤ú` Kg©m~wP :

cÖKí GjvKvq cÖvq cÖwZ evwo‡ZB nuvm, gyiMx, Miæ, QvMj, †fov I gwnl cvjb K‡i _v‡K wKš‘ GLv‡b †Kvb miKvix ev †emiKvix cï wPwKrmv †K›`ª †bB d‡j cÖwZ eQi A‡bK nuvm gyiMx I Miæ QvMj gviv hvq| m`m¨‡`i mgm¨v K_v we‡ePbv K‡i cÖvwY m¤ú` Kg©m~wPi KvR Kiv n‡”Q| GB Kg©m~wPi AvIZvq 24 Rb ‡cvjwUª IqviKvi‡K cÖwkÿY w`‡q nuvm gyiMxi f¨vKwm‡bkvb ïiæ Kiv n‡q‡Q, 8 Rb‡K Miæ, QvMj, †fov I gwn‡li f¨vKwm‡bkb I cÖv_wgK wPwKrmvi Rb¨ c¨viv‡f‡Ui cÖwkÿY ‡`qv n‡q‡Q, hviv cÖKí GjvKvi Miæ, QvMj, †fov I gwn‡mi f¨vKwm‡bkb Ki‡Q Ges cÖv_wgK wPwKrmv w`‡”Q | GqvovI K…wÎg cÖRb‡bi gva¨‡g Miæ I gwn‡li Rv‡Zi Dbœh‡bi Rb¨ 4 Rb‡K GAvBGmwc Kgx© cÖwkÿY †`Iqv n‡q‡Q| Zviv GjvKvq Miæ I gwn‡li DbœZ Rv‡Zi wm‡gb cÖ‡qvM K‡i Rv‡Zi Dbœq‡b f~wgKv ivL‡Q| GB cÖK‡íi AvIZvq PjwZ eQi 71,105/-wU nvum I gyiMx‡K Ges 16,859/- Miæ, QvMj I gwnl‡K f¨vKwmb †`qv n‡q‡Q| RvZ Dbœq‡b 1,721/- wU Miæ I gwnl‡K DbœZRv‡Zi wm‡gb cÖ‡qvM Kiv n‡q‡Q|  

GB K‡¤úv‡b‡›Ub Gi gva¨‡g 405 Rb m`m¨‡K DbœZ c×wZ‡Z nvum, gyiMx I Mvfx cvj‡bi Dci cÖwkÿY †`qv n‡q‡Q| cÖwkÿY †k‡l DcKiY wn‡m‡e Zv‡`i gv‡S 11,620wU nuvm I gyiMxi ev”Pv, 25.45 Ub nuvm, gyiMx I Miæi Lv`¨, Jla, 496wU cvwbi cvÎ I 496wU Lv`¨i cvÎ weZiY Kiv n‡q‡Q|  cÖwkÿY cÖvß m`m¨MY Zv‡`i evwo‡Z eZ©gv‡b wØZj wewkó gyiMxi Ni ˆZix K‡i nvum I gyiMx cvjb Ki‡Q Ges DbœZ c×wZ‡Z Mvfx cvjb Ki‡Q|

 

 

প্যারাভেট গরুকে ভ্যাকসিন দিচ্ছেন।

 

 

প্যারাভেট প্রশিক্ষণ শেষে তাঁদের মাঝে গরুর প্রাথমিক চিকিৎসার ম্যাটারিয়ালস ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

 

মিশোন ভিজিটের সদস্যগণ পোল্ট্রি ওয়ারকারদের মাঝে মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ করছেন।

 

 

প্যারাভেট প্রশিক্ষণে বক্তব্য রাখছেন সংস্থার নির্বাহী পরিচালক, উপস্থিত আছেন সিডিএসপি-বি প্রকল্পের ডেপুটি টিম লিডার জনাব মোঃ বজলুল করিম ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম।

 

 

পোল্ট্রি ওয়ারকারেদ মাঝে মুরগীর বাচ্চা বিতরণ করছেন সংস্থার নির্বাহী পরিচালক ও সিডিএসপি-বি প্রকল্পের ডেপুটি টিম লিডার জনাব মোঃ বজলুল করিম।

 

 

মিশোন ভিজিটের সদস্য পোল্ট্রি ওয়ারকার এর ভেড়া পরিদর্শন করছেন।

 

grm¨ m¤ú` Kg©mywP:

cÖKí GjvKvq cÖvq cÖwZ evwo‡ZB el©vKv‡j Ges wKQz wKQz evwo‡Z mviv eQi gvQ Pvl K‡i wKš‘ m`m¨‡`i gvQ Pvl m¤ú‡K© h_vhZ Ávb bv _vKvq Zviv fvj mydj cv‡”Q bv | m`m¨‡`i mgm¨vi  K_v we‡ePbv K‡i grm m¤ú` Kg©m~wPi KvR Kiv n‡”Q| GB Kg©m~wPi AvIZvq 4 Rb ÷vd‡K cÖwkÿY w`‡q gv‡V KvR ev¯Íevqb Kivi Rb¨ wb‡qvwRZ Kiv n‡q‡Q| PjwZ eQi GB cÖK‡íi gva¨‡g 391 Rb m`m¨‡K  DbœZ c×wZ‡Z gvQ Pv‡li cÖwkÿY †`qv n‡q‡Q Ges DcKiY wn‡m‡e 8,370 ‡KwR gv‡Qi Lv`¨ I 1,419 †KwR gvQ  †`qv n‡q‡Q| 30 Rb m`m¨‡K grm¨ bvm©vixi cÖwkÿY †`qv n‡q‡Q,  DcKiY wn‡m‡e gv‡Qi †cvbv I gv‡Qi Lv`¨ †`qv n‡q‡Q, hviv eZ©gv‡b Zv‡`i cyKz‡i bvm©vix †cvbv Pvl Ki‡Q| cÖK‡í AvIZvq 1 Rb m`m¨‡K grm¨ nvPvixi cÖwkÿY †`qv n‡q‡Q Ges cÖwkÿ‡Yi ci n¨vPvix ¯’vc‡bi Rb¨ 5.00(cuvP) jÿ UvKvi Aby`vb †`qv n‡q‡Q| n¨vPvix ¯’vc‡bi ci PjwZ eQi D³ n¨vPvix‡Z  20 †KwR †iby Drcv`b Ki‡Q|

 

 

সিআরপি কার্প নার্সারার প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব মোঃ বজলুল করিম, ডেপুটি টিম লিডার(উন্নয়ন), সিডিএসপি-বি(এএফ)।

 

 

সিআরপি কার্প নার্সারার প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

 

 

উন্নত পদ্ধতিতে মাৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, প্রশিক্ষ পর্যবেক্ষণ করছেন জনাব মোঃ হান্নান মোল্যা, সমন্বয়কারী, এনজিও-১, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ।

 

 

প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ।

 

 

প্রশিক্ষণ প্রাপ্ত মৎস্য চাষীদের মাঝে মাছ বিতরণ।

 

 

একজন প্রশিক্ষণ প্রাপ্ত চাষী পুকুরে মাছের খাদ্য দিচ্ছে।

 

 

bb-dvg© AvBwRG cÖwkÿY:

wmwWGmwc-we (Gd) cÖK‡íi Aax‡b ms¯’vi 20 Rb DcKvi‡fvMx‡K 20 w`‡bi †UBjwis cÖwkÿY †`Iqv nq| DcKvi‡fvMx‡`i †ewki fvMB wQj weaev, ZvjvKcÖvßv, ¯^vgx cwiZ¨v³vbvix| cÖwkwÿZ ‡UªBbvi Gi gva¨‡g cÖvq 25-30 wU †cvkv‡Ki wWRvB‡bi KvR wkLv‡bv nq| cÖwkÿ‡bi ci cÖKí †_‡K cÖwZwU DcKvi‡fvMx‡`i‡K GKwU bZzb †mjvB †gwkb cÖ`vb Kiv nq| AvkvKwi,  cÖwkÿ‡bi gva¨‡g Zv‡`i Rxebgvb hvÎvigvb Dbœqb n‡e|

GQvovI,  cÖKí GjvKvq cÖwkwÿZ ‡UªBbvi Øviv 26 Rb DcKvi‡fvMx†K  3 w`‡bi DbœZgv‡bi Uzwc †mjvB cÖwkÿY †`Iqv nq| D‡Ïk¨ n‡jv, evox‡Z M„n¯’vjx Kv‡Ri cvkvcvwk Uywc ‡mjvB K‡i evowZ Avq Ki‡Z cvi‡e GgbwK GB Uzwc we‡`‡kI ißvbx Kiv hvq|

 

 

টেইলারিং প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব চৈতী সর্ববিদ্যা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর উপজেলা।

 

 

টেইলারিং প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব মোঃ বজলুল করিম, ডেপুটি টিম লিডার, সিডিএসপি-বি(এএফ) প্রকল্প।

 

 

টুপি শেলাই প্রশিক্ষণে বক্তব্য রাখছে জনাব মোঃ হান্নান মোল্যা, কো-অর্ডিনেটর, সিডিএসপি-বি(এএফ), সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

 

 

টেইলারিং প্রশিক্ষণে বক্তব্য রাখছেন জনাব মোঃ সাইফুল ইসলাম,  নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

 

 

টেইলারিং প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন জনাব চৈতী সর্ববিদ্যা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর উপজেলা ও জনাব মোঃ সাইফুল ইসলাম,  নির্বাহী পরিচালক, সাগরিকা।

 

২০দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণ কর্মশালায় সদস্যরা সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন।

 

wgkb wU‡gi ms¯’vi Kg©GjvKv cwi`k©b|          

GB eQi Bdv‡`i wgkb wfwRU wUg ms¯’vi Av³viwgqvinvU I fvwUi‡UK kvLvi Kvh©µg wfwRU K‡ib| Mwfi bjKzc,Pviv weZiY, GAvvBGmwc Kgx©i evbv‡bv wN, wgwói KviLvbv BZ¨vw` KvR cwi`k©b K‡ib Ges m`m¨‡`i mv‡_ wewfbœ wel‡q gZ wewbgq K‡ib| mR©b Pvlx‡`i mv‡_ gZwewbgq K‡ib I Zv‡`i gv‡S gv‡Qi Lv`¨ weZiY K‡ib| †cvwëª IqvK©vi I grm¨ Pvlx‡`i mv‡_  gZ wewbgq K‡ib I Zv‡`i gv‡S gyiMxi ev”Pv, gyiMxi Lv`¨ I gv‡Qi Lv`¨ weZiY K‡iY| c‡i ej my›`ix eiB cÖ`k©Yx cøU cwi`k©Y K‡ib Ges wU‡gi 15Rb m`m¨ mevB GKwU K‡i _vB wPqvs gvB Rv‡Zi Av‡gi Pviv cÖ`k©Yx cø‡U †ivcb K‡ib| AviI wK ai‡bi my‡hvM myweav `iKvi m`m¨‡`i mv‡_ Av‡jvPbv K‡i Rvb‡Z Pvb Ges cÖK‡íi Kvh©µg †`‡L Zviv m‡šÍvl cªKvk K‡ib| wgkb wU‡gi m`m¨‡`i bv‡gi ZvwjKv : David Doolan – Mission Leader, Ms. Mariel Zimmermann, Program officer, Mr. Md. Abul Bashar, Infrastructure Specialist, Ms Susmita Bandyopadhyay, Dr. Saiful Islam, M&E Specialist, Mr.Pratul Dube, Procurement Specialist, Ms. Minhaz Shahid, Financial Management Specialist, Ms.NeeltjeKielen, GoN Delegated Representative, Dr. Md. Shibly Sadik, GoN Senior Policy Advisor, Integrated Water Resources Management, and Ms Mushfiqua Zaman Satiar, EKN Senior Policy Advisor- Social Sector.

GQvovI wgkb wU‡gi mv‡_ wQ‡jb wmwWGmwcÕi wUg wjWvi Rbve Gb‡Wªv †RbwKb, cÖKí mgš^qKvix cwiPvjK Rbve ‰mq` Avn¤§`, cÖKí cwiPvjK, GjwRBwW cvU© Rbve †gvt Avãyj ev‡iK nvIjv`vi, †WcywU wUg wjWvi (AeKvVv‡gv), wmwWGmwc, Rbve wgwni Kzgvi PµeZ©x, †WcywU wUg wjWvi (Dbœqb), wmwWGmwc, Rbve †gvt eRjyj Kwig|

 

সিডিএসপি’র টিম লিডার জনাব এনড্রো জেনকিন ও মিশন টিমের সদস্যগণ উপকারভোগীদের মাঝে বল সুন্দরী জাতের কুলের চারা বিতরণ করছেন।

 

 

বৃক্ষরোপন কর্মসূচিতে বৃক্ষ রোপন করছেন মিশন টিমের সদস্য, মিস মারিয়েল জিমারম্যান।

 

 

বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়েছেন  মিশন টিমের সকল সদস্যগণ।

 

সিডিএসপি-বি (এএফ) মিশন টিমের সদস্যরা প্যারাভেট ও উদ্যোক্তা সদস্য মোঃ নিজাম উদ্দিন

 

সিডিএসপি-বি (এএফ) মিশন টিমের সদস্যরা প্যারাভেট ও উদ্যোক্তা সদস্য মোঃ নিজাম উদ্দিন এর দোকান ও কারখানা পরিদর্শন করছেন।